বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কুরবানির চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে হিলি সীমান্তসহ আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সেই সাথে সীমান্ত এলাকার চামড়া পট্টিগুলোতে যাতে ব্যবসায়ীরা চামড়া মজুদ না করতে পারে সেদিকে নজরদারিতে রেখেছে পুলিশ।

কুরবানি ঈদ এলেই এক শ্রেণির চোরাকারবারীরা অধিক মুনাফার আশায় ভারতে অবৈধভাবে চামড়া পাচারে তৎপর হয়ে ওঠে। সীমান্তে দিয়ে যাতে কোনোভাবে চোরাকারবারীরা ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, কোরবানি পশুর চামড়া যেন কোনোভাবে ভারতে পাচার না হয় সে বিষয়ে হিলি সীমান্ত সহ আশপাশের এলাকাগুলোতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে । তবে কোনোভাবেই দেশ থেকে চামড়া পাচারের সম্ভাবনা নাই।

এদিকে, সীমান্ত এলাকাগুলোতে ভারতে পাচারের উদ্দেশে কেউ যাতে কোরবানি পশুর চামড়া মজুদ করতে না পারে, সে লক্ষে বিজিবি’র পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান হাকিমপুর থানা পুলিশের অফিসার্স ইনর্চাজ মো. আনোয়ার হোসেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ