আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের জুলুম-অত্যাচার থেকে মুক্তি পেতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার (১১ আগস্ট) ফিলিস্তিনের আল-আকসা মসজিদে নারী মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার ছবি প্রকাশ করে টুইট করেছেন তিনি।
জাওয়াদ জারিফ লিখেছেন, এই সব ইহুদিবাদী সন্ত্রাসী আশা করছে তারা শতাব্দির সবচেয়ে বড় অবমাননা (ডিল অব দ্যা সেঞ্চুরি) ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিতে সক্ষম হবে, কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এই জুলুম-অত্যাচার বন্ধ করতে সক্ষম।
ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের সেনবাবাহিনী।
ইসরায়েলি সেনাদের বাধা সত্ত্বেও আজ আল-আকসা মসজিদে এক লাখের বেশি ফিলিস্তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
উগ্র ইহুদিবাদীরা ঈদের দিন মুসল্লিদের ওপর হামলা চালাতে তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিল।