বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ‌: মেয়র খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার (১১ আগস্ট) জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে করেছেন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এসময় তিনি কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণের ঘোষণা  দেন।

এসময় তিনি বলেন, এরই মধ্যে কোরবানির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়াজনিত কোনো সমস্যা দেখা দিলে সেটি সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

মেয়র আরো বলেন, জাতীয় ঈদগাহ মাঠে মশার ওষুধ ছিটানো হয়েছে। আগামীকাল আবারও ছিটানো হবে।

তিনি বলেন, এ বছর কম-বেশি এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কম-বেশি পাঁচ হাজার মহিলার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা আছে। এ ময়দানের বৃষ্টির পানি নিষ্কশনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য বজ্র প্রতিরোধক দণ্ড বসানো হয়েছে।

ডেঙ্গু রোগে যারা আক্রান্ত ও নিহত হয়েছেন তাদের জন্য ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে জানিয়ে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু আক্রান্তের পরিবার এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবার জন্য অনেক সমবেদনা রয়েছে। আমরা তাদের জন্য ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া করার জন্য ঈমাম সাহেবদের কাছে অনুরোধ করব।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ