আওয়ার ইসলাম: নরওয়েতে মসজিদে হামলার ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড বিবেচনা করছে দেশটির সরকার। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান রুন স্কল্ড বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আগে কোনও মামলা রয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।
শনিবার রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালায় এক বন্দুকধারী। একজন গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অসলোর বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। মসজিদের প্রধান ইরফান মুসতাক স্থানীয় পত্রিকা বুদসটিক্কাকে বলেন, আমাদের এক সদস্যকে হেলমেট ও ইউনিফর্মধারী এক শ্বেতাঙ্গ গুলি করেছে।
তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে খুব তাড়াতাড়ি তাকে নিষ্ক্রীয় করে মসজিদের অপর এক সদস্য।
পুলিশ প্রধান জানান, ওই হামলাকারী ডানপন্থী ও অভিবাসন বিরোধী। নিজ উদ্যোগেই তিনি হামলা চালিয়েছেন।