আওয়ার ইসলাম: নরওয়েতে একটি মসজিদের ভিতরে গুলি চালিয়ে একজন মুসল্লিকে আহত করেছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেই মুসল্লীরা তাকে ধরে ফেলে। ফলে তিনটি অস্ত্র নিয়ে এলেও মাত্র একজনকে গুলি করতে সক্ষম হয় সে। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, শনিবার রাজধানী অসলোর অদূরে আল নূর ইসলামিক সেন্টারে বন্দুকধারী গুলি চালায়। সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে পুলিশ তাকে শ্বেতাঙ্গ যুবক হিসেবে বর্ণনা করেছে।
মসজিদের পরিচালক ইরফান মোশতাক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আহত ব্যক্তি জামাতে নামাজ পড়ছিলেন। তিনি মসজিদটির ৭৫ বছর বয়সী সদস্য ছিলেন।
ইরফান মোশতাক স্থানীয় পত্রিকা বুডস্টিকাকে বলেছেন, "আমাদের একজন সদস্যকে হেলমেট ও ইউনিফর্ম পরা একজন সাদা ব্যক্তি গুলি করে আহত করেছে।"
পরে তিনি স্থানীয় চ্যানেল টিভি-টু কে বলেন, ‘‘আক্রমণকারী দুটি শটগান সদৃশ অস্ত্র এবং একটি পিস্তল নিয়ে এসেছিল। সে কাচের দরজা ভেঙে গুলি চালিয়েছিল।"
আরএম/