আওয়ার ইসলাম: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী।
রোববার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যাওয়া রিফাত হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে।
মারা যাওয়া রিফাতের বন্ধুরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল রিফাত। ঈদের আগের দিন তার মৃত্যু হলো।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।
আরএম/