বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জরিপ: এডিসের লার্ভা বেশি টায়ারে, মশা বেশি বাস টার্মিনাল ও রেলস্টেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে পরিত্যক্ত টায়ারে, আর প্রাপ্তবয়স্ক এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া গেছে বাস টার্মিনাল, বাস ডিপো ও রেলওয়ে স্টেশনে।

গত ৩১ জুলাই থেকে গত ৪ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার করা সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ রবিবার ( ১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

রোগ নিয়ন্ত্রণ শাখা রাজধানী ঢাকার ১৪টি এলাকায় এই জরিপ করেছে বলে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা গণমাধ্যমকে জানিয়েছেন।

ডা. সানিয়া তাহমিনা বাংলা বলেন, গত ৩১ জুলাই থেকে গত ৪ আগস্ট পর্যন্ত বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বস্তি এলাকা, মেট্রোরেল প্রজেক্ট, পুলিশ লাইন, হাসপাতালসহ মোট ১৪টি এলাকায় চারটি কীটতত্ত্ববিদের দল এই জরিপ পরিচালনা করে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ