আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ঈদযাত্রায় সৃষ্ট তীব্র যানজটকেও সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে একটি চক্র।
তীব্র গরম ও যানজটে আটকে পড়া যাত্রীদের কাছে একটি ডাব ১০০-১২০ টাকা এবং এক গ্লাস ট্যাং অথবা লেবুর শরবত ১০-২০ টাকায় বিক্রি হচ্ছে।
উপায় না পেয়ে যাত্রীরা চড়া মূল্যেই ডাব আর শরবত কিনছেন। ঠান্ডা-পানীয় বিক্রেতারাও একই সুযোগ নিচ্ছেন।
ঈদে ঘরমুখো একাধিক যাত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, বাসে ভাড়া বেশি, রাস্তায় যানজটে জীবন শেষ। আবার সুযোগ বুঝে পথে দুই টাকার জিনিস ১০ টাকায় বিক্রি করছে, এটা দেখার কেউ আছে কি?
আরএম/