আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি গিয়েছিলেন দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র রাজিবুর রহমান (১৭)।
তবে নাড়ি নয় মৃত্যুর টানেই বাড়ি গিয়েছিল সে। আপন বড় ভাই মামনুর রহমানের (৩০) হাতে নির্মমভাবে খুন হয়েছে সে।
রোববার (১২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কর্মধা ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক বলেন, মামুনুর রহমান একজন মানসিক রোগি। তবে কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রাজিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসী। রাজিব ঈদের ছুটিতে বাড়িতে আসলে রোববার সকালে কোনো কারণ ছাড়াই মামুন ধারাল দা দিয়ে কুপিয়ে রাজিবকে হত্যা করে।
ঘাতক মামুন দীর্ঘদিন যাবত মানসিক রোগী বলে জানান স্থানীয়রা।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত রাজিবের পিতা ওয়ারিছ আলী বাদি হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরএম/