আওয়ার ইসলাম: ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। এতে প্রায় ডজন খানেক মুসল্লি আহত হয়েছে বলে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেকক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ উল আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন।
https://twitter.com/Paltodaytv/status/1160441191890083840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1160441191890083840&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F519850
আরএম/