আওয়ার ইসলাম: ঈদের বাকি আর একদিন। ঘড়মুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়ক গুলোতে। এর মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘরে ফেরা উত্তরাঞ্চলগামী যাত্রীরা শনিবার ভোর রাত থেকেই মহাসড়কটিতে যানজট প্রায় ৭০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
বিশেষ করে যানজটে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। টয়লেট, খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছেন অনেক যাত্রী।
যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে বিক্ষোভ করছেন ভোগান্তির শিকার যাত্রীরা। এসময় অনেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রতিবাদ করেন।
এসময়, রংপুরগামী এক যাত্রী বলেন, প্রতি বছরই ঈদের সময় এই মহাসড়কে যানজটের কারনে ভোগান্তি পোহাতে হয়। কিছু অসাধু গাড়ির মালিকেরা ঈদ কে কেন্দ্র করে মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি দিয়ে দুরপাল্লার যাত্রী পরিবহণ করে। এছাড়া ঢাকা শহরের লোকাল গাড়ি গুলাও মহাসড়কে যাত্রি পরিবহন করে। এসব গাড়িতো মহাসড়কের জন্য না। এর ফলে বিভিন্ন সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। পাশাপাশি সড়কে গাড়ির পরিমাণও বৃদ্ধি পায় এবং যানজটের সৃষ্টি হয়। এখানে আমরা সকাল সাত টা থেকে অপেক্ষা করছি। গত চার ঘন্টায় মাত্র ২ কিলোমিটার এগিয়েছে আমাদের গাড়ি।
আরএম/