আওয়ার ইসলাম: ঈদযাত্রায় কমলাপুরে এবার বড় সূচি বিপর্যয় দেখা দিয়েছে ট্রেন চলাচলে। মধ্যরাত থেকে সকালের ৪টি ট্রেন এখনও কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি।
বেনাপোল, ধূমকেতু, পদ্মা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৪ টির মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ সূচি বিপর্যয় দেখা দেখা দিয়েছে।
রাত সাড়ে ১২ টায় ট্রেনটির কমলাপুর ছাড়ার কথা থাকলেও এখনও ঢাকায় পৌঁছায়নি। একই অবস্থা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের। তবে ভোর সাড়ে ৬টার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টায় ঢাকা ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনের সূচি বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছোট শিশুসহ পরিবারের সবাইকে নিয়ে অনেকে রাত থেকে অপেক্ষা করছেন স্টেশনে। ঢাকার বাইরে থেকে কমলাপুরে আসা ট্রেনগুলোর প্রায় প্রতিটি বগিতেই রয়েছে উপচে পড়া ভিড়।
কেউ জানালা দিয়ে ট্রেনের ছাদে উঠছেন, সেখানেও নেই পা রাখার জায়গা। একই অবস্থা বাস টার্মিনালে। মহাসড়কে যানজট থাকায় দেরিতে ঢাকায় বাস আসছে বলে জানানো হয়েছে কাউন্টার থেকে।
কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষার পর বাসে উঠলেও মহাসড়কে যানজটে আটকে রয়েছে যানবাহন।
-এটি