বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ, ইমাম মাওলানা শামসুল হক কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে ৫ম বারের মতো নান্দনিক ও সৌন্দর্য মণ্ডিত বাংলাদেশের বৃহৎ দিনাজপুরের ঈদগাহ ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত শান্তিপূর্ণভাবে আদায়ে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঈদ-উল আযহার নামাজ ১২ আগস্ট ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

ঈদ জামাতে ইমামতি করবেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাসেমি।

ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে উপমহাদেশের বৃহৎ ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতে লাখ লাখ মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে র‌্যাব ও আনসার বাহিনী। ঈদগাহের মাঝে থাকবে ওয়াচ টাওয়ার।

প্রবেশের পূর্বে মুসল্লিদের আনা যানবাহন রাখার জন্য তিনটি পয়েন্টে চেকিংএর ব্যবস্থা থাকবে। মাঠের চারপাশে ৬টি পথে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশির পর জামাতে প্রবেশ করানো হবে মুসল্লিদের।

এ ছাড়া মাঠে প্রবেশের বিভিন্ন পথে টহল পুলিশ ছাড়াও সাদা পোষাকেও নিরাপত্তায় দায়িত্বে থাকবে। পুলিশ ছাড়াও র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও নিরাপত্তায় সক্রিয় থাকবে। মাঠের পুরোটা সিসি ক্যামেরার আওয়াতায় আনা হয়েছে।

এদিকে, নিজ নিজ জায়নামাজসহ ঐতিহ্যবাহী এ ঈদ-জামাতে অংশ নেয়ার জন্য দিনাজপুরসহ বিভিন্ন জেলার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কোনও ধরণের সামগ্রী (যেমন, ব্যাগ, ইত্যাদি) বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। মুসল্লিদের সুবিধায় মাঠের বিভিন্ন স্থানে ওজু করার জন্য ব্যবস্থা রয়েছে। এছাড়াও যানবাহন রাখার জন্য ঈদগাহ মাঠ সংলগ্ন ভিন্ন ভিন্ন পাঁচটি স্থানে গ্যারেজের ব্যবস্থা আছে।

উল্লেখ্য, এর আগে দিনাজপুর ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে মিনার কেন্দ্রিক মাঠের আয়তন ২০ থেকে ২২ একর। তবে মাঠের মধ্যে আরও কিছু স্থাপনা অপসরণের কাজ চলছে। যা শেষ হওয়ার পর পুরো মাঠের আয়তন হবে ৬৫ একর।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ