আওয়ার ইসলাম: প্লাস্টিক জমা দিলে মিলবে বাসের টিকিট, অর্থাৎ বাস ভ্রমণ করতে কোনো টাকা লাগবে না। সমুদ্রের দূষণ ঠেকাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যেসব যাত্রী কাউন্টারে প্লাস্টিক জাতীয় বর্জ্য জমা দেবেন, তাদের আর আলাদা করে অর্থ খরচ করে টিকিট কাটতে হবে না।
মূলত সমুদ্র দূষণ কমাতেই সুরাবায়া শহরের প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। চীনের পর সমুদ্র দূষণের দিক থেকে দ্বিতীয় দেশ ইন্দোনেশিয়া। দূষণ কমাতে নতুন এক প্রকল্প হাতে নিয়েছে দেশটি। খবরে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিক জাতীয় বর্জ্যের পরিমাণ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সেই উদ্দেশ্যে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের (রিসাইক্লিং) ওপর মনোযোগী হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তার অংশ হিসেবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে সুরাবায়ার প্রশাসন।
উল্লেখ্য, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী যখন উদ্বেগ বাড়ছে, তখন এ ধরনের উদ্যোগ নিলো সুরাবায়া কর্তৃপক্ষ।
এদিকে, সুরাবায়ার দেখাদেখি ইন্দোনেশিয়ার অন্য অঞ্চলগুলোও এমন পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। সমুদ্র বাঁচাতে মাত্র একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পর্যটক প্রিয় দ্বীপ বালি। এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও প্লাস্টিকের তৈরি শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
-এটি