আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে ভারতের ওপর চাপ প্রয়োগের চেষ্টার অংশ হিসেবে চীন সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়েশি।
সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার চীনা নেতাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর।
বেইজিং রওনা হওয়ার আগে কোরায়েশি বলেন, নয়াদিল্লি তাদের কাশ্মীর অংশকে রাজ্য থেকে অঞ্চলে অবনমন করার সিদ্ধান্ত ও রাজ্যটির নিজস্ব সংবিধানের অধিকার বিলুপের পর সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে তিনি ইসলামাবাদের ‘বিশ্বস্ত বন্ধুকে’ অবহিত করবেন।
এর আগে সোমবার (৫ আগস্ট) সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয় ক্ষমতাসীন বিজেপি।
রয়টার্স জানায়, এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের ৩০০ রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়েছে। আটকদের মধ্যে আছেন রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও।
কাশ্মীরের সবগুলো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দল ও গোষ্ঠীর জোট হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুককে কয়েক ঘণ্টার জন্য গ্রেফতার করা হলেও পরবর্তীতে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) থেকে কাশ্মীরে সামরিক পরিস্থিতি জারি করা হয়েছে।
আরএম/
আরএম/