বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ২২ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো এই হাসপাতালে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিশু বিভাগে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন ডেঙ্গু জ্বরে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর মুগদা এলাকায় থাকতো রিফাত। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালের শিশু বিভাগের ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। রাতেই তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ঢামেকে নতুন করে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র পেয়েছে ৫০ জন। বর্তমানে ৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছেন ডা. নাসির উদ্দিন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ