বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ডেঙ্গুতে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা মেডিকেলে, অন্যজন ইউনাইটেড হাসপাতালে মারা যান। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে মারা গেছে আরো একজন।

সকালে ঢাকা মেডিকেলে ৭ বছরের শিশু রিফাতের মৃত্যু হয়। এ নিয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ এ। এর আগে ভোরে ৮ বছরের এই শিশুর নাম মেহরাব হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

মেহরাব গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তেত্রিশে। চিকিৎসকরা বলছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

গত দুই দিনে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তে সংখ্যা কিছুটা কমেছে। বেড়েছে বাইরের জেলাগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার।

গত বুধবার বিকেল থেকে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৬ ডেঙ্গু রোগী। এদিকে, বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ও টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন লাল্টু মিয়া ও আরিফ হোসেন কাজল নামের দুই ব্যক্তি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ