আওয়ার ইসলাম: কাশ্মিরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপের পাকিস্তানে দাবি কার্যত এড়িয়ে গেল জাতিসংঘ। বরং শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ভারত এবং পাকিস্তানকে কাশ্মির নিয়ে যথাসম্ভব সংযম দেখানোর অনুরোধ জানিয়েছেন।
কাশ্মির সমস্যা নিয়ে মধ্যস্থতার জন্য জাতিসংঘের কাছে বরাবরই দরবার করে এসেছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ফের জাতিসংঘের দ্বারস্থ হয় পাকিস্তান।
পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পরে ভারত জাতিসংঘে গৃহীত প্রস্তাব ভেঙেছে বলে চিঠিও লেখেন গুতেরেসকে।
জাতিসংঘ যে কাশ্মির সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না, যদিও সরাসরি যে ঘোষণা করেনি। তবে প্রতিবারের মতো এ বারেও শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে দু’দেশকে রাষ্ট্রপুঞ্জ কার্যত এটাই মনে করিয়ে দিয়েছে যে, ভারত-পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো অনুচিত। এমনটাই মনে করছে নয়াদিল্লি।
গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজেরিক স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তা পরিষদের নজরদারি কমিশন কাশ্মীর পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রেখেছে।
-এটি