বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মিরের পর কি নাগাল্যান্ড?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এবার একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে দেশটির নাগাল্যান্ড রাজ্যে।

কাশ্মিরের বেলায় যেমন সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হয়েছে, ৩৭১ অনুচ্ছেদ তুলে দিলে নাগাল্যান্ড ও ওই অঞ্চলের রাজ্যগুলো একই সংকটে পড়বে।

ভারতের সংবিধানের ৩৭১ ধারার বিভিন্ন অনুচ্ছেদে কয়েকটি রাজ্যকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। এসব রাজ্য তাদের সেই বিশেষ সুরক্ষা হারানোর আশঙ্কা করছে।

মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা জম্মু ও কাশ্মিরের ঘটনাকে উত্তরপূর্ব রাজ্যগুলোর জন্য ‘লাল সতর্কবার্তা’ বলে উল্লেখ করেন।

জম্মু ও কাশ্মিরের ভাগ্যে যা ঘটেছে, তা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে আছে নাগাল্যান্ড রাজ্য। সেখানকার উদ্বেগের বিষয়টি ধরতে পেরে গত রবিবার রাজ্যটির নতুন নিয়োগ পাওয়া গভর্নর আরএন রবি একটি বিবৃতি দেন। তাতে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেন।

তিনি বলেন, ৩৭১ (এ) অনুচ্ছেদে নাগাল্যান্ডের জন্য যেসব বিভাগ, তা পবিত্র অঙ্গীকার দ্বারা সুরক্ষিত।

কাশ্মির ইস্যুতে কেন্দ্রের সাফাই গাইলেও নাগাল্যান্ডের বিজেপি সভাপ্রধান তেমজেন ইমনা অ্যালং লংকুমার বলেছেন, এ রাজ্যে একই আচরণ করলে নাগার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য যা যা করা দরকার, সবই করবে রাজ্য বিজেপি।

- ইস্ট মোজো ডটকম।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ