বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

'৩৭০ ধারার বিলুপ্তি উপমহাদেশের স্থিতিশীলতার জন্যে মারাত্মক হুমকি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত কাশ্মিরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে ঐতিহাসিক চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ আব্দুল কাদের বলেন, ভারত কাশ্মীরে ভয়াবহ আগ্রাসন শুরু করেছে। সংবিধানে ৭০ বছর যাবৎ বিদ্যমান ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরী জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, ৩৭০ ধারা বাতিল করে নতুনভাবে কাশ্মিরে ভারতীয় আগ্রাসন সেখানকার জনগণের অধিকারে উপর যেমন চরম আঘাত একই সাথে তা পুরো উপমহাদেশের স্থিতিশীলতার জন্যেও মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, বলেন, কাশ্মিরী মুসলমনাদের জীবন নিয়ে বিশ্ববাসী আজ গভীরভাবে শঙ্কিত। কাশ্মীরীদের অধিকার আদায় ও অবরুদ্ধ কাশ্মিরী জনগণকে রক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীল হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আব্দুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, হাজী নূর হোসেন প্রমুখ।

কর্মসূচী: খেলাফত মজলিসের পক্ষ থেকে ৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকায় এবং ৯ আগস্ট শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামী ৯ আগস্ট শুক্রবার জেলা-মহানগরীসহ সারাদেশের শাখাসমূহে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ