বেলায়েত হুসাইন
পবিত্র হজ পালনের অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ হজযাত্রী এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। সামনের দু-এক দিনের মধ্যে হজযাত্রীদের সবাই মক্কায় অবস্থান করবেন।
সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। তাদের মধ্যে বিমানপথে ১৭ লাখ ৫ হাজার ৯৭৯ জন, সড়কপথে ৯৪ হাজার ৩২৬ ও সমুদ্রপথে ১৭ হাজার ২৫২ জন সৌদিতে গিয়েছেন।
বর্তমানে মোট হজযাত্রীদের মধ্যে মক্কায় ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন ও মদিনায় ৩১ হাজার ৪৩৪ জন অবস্থান করছেন।
এদিকে মক্কা নগরীতে বিশ্বের সব শ্রেণী-পেশার লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিতিতে কাবা ঘরের চতুর্পাশ মুখরিত হয়ে উঠেছে লাব্বাইক-লাব্বাইক ধ্বনি-প্রতিধ্বনিতে।
ছবি: রয়টার্স
আরএম/