বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

লক্ষ্মীপুরে মসজিদের টাকা উত্তোলন নিয়ে হুমকি, পরে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের টাকা উত্তোলন নিয়ে দিনে হুমকির পর রাতে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে সৈয়দ আহম্মদ (৩০) নামের এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের শিবপুর গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ির সামনে। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত সৈয়দ একই এলাকার মৃত শামছুল হকের ছেলে।

আজ বুধবার সকালে এঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় ওই গ্রামের আব্দুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক ও একই এলাকার মো. বাহারকে আসামি করে হত্যা মামলা করেন। এঘটনায় পুলিশ আব্দুল মালেককে আটক করে।

নিহতের মা রিনা বেগম ও ছোট ভাই সবুজসহ এলাকাবাসী জানান, বাড়ির সামনে নতুন করে একটি মসজিদ নির্মাণের কাজ চলছে। মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসী সৈয়দকে মসজিদের সামনে টাকা উত্তোলনের দায়িত্ব দেয়।

তিনি টাকা উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দিয়ে আসছিলেন। কয়েকদিন ধরে তাকে টাকা উত্তোলন না করতে নিষেধ করে আসছেন একই এলাকার আব্দুল মালেকের ছেলে জাহেদ ও খালেক।

কিন্তু সৈয়দ টাকা উত্তোলন বন্ধ না করায় মঙ্গলবার সকালে এর জের ধরে তাদের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের কথা না শুনলে সৈয়দকে দেখে নেওয়ার হুমকি দেয়।

ওই দিন রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মসজিদের সামনে দুর্বৃত্তরা সৈয়দের পথরোধ করে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখমের পর পালিয়ে যায়। সৈয়দকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া পথে মারা যান। আমরা এ হত্যার সঙ্গে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।

রায়পুর থানার (ওসি) মোহাম্মদ তোতা মিয়া বলেন, নিহতের মা রিনা বেগম এঘটনায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এক আসামিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলাটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ