আওয়ার ইসলাম: ভারত থেকে আমাদানি করা মশা নিধনের ওষুধ ফিল্ড টেস্টে উত্তীর্ণ হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ স্টোর অফিসার মো. নুরুজ্জামান।
আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ফিল্ড টেস্টে ৮০ শতাংশ মশা মারা গেলেই সেটাকে আমরা কার্যকর বলে ধরে নেই। এখানে আমরা দেখছি একটা শতভাগ এবং একটা ৯৯ শতাংশের বেশি।
এটাকে এখন আশানুরূপ বলা যায়। এখন এই ওষুধ ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে সন্তোষজনক ফলাফল আসলে মেয়রের অনুমোদনক্রমে আমরা তা ক্রয় করব।
আগামীকাল থেকে চীন থেকে আমদানিকৃত নতুন ওষুধ ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ওষুধের কার্যকারিতা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। পৃথক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ২০১৫ সাল থেকে সিন্ডিকেট করে আটকে রাখা হয়েছিলো কার্যকর ওষুধ আমদানি। কেবল দুটি প্রতিষ্ঠানই সরবরাহ করতো এ ওষুধ।
তিনি বলেন, লোকবল বাড়ানো এবং ফগার মেশিন আমদানি করা হচ্ছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে ভালো ফল পাওয়া যাবে।
এ সময় কলকাতা থেকে আসা গবেষণা দলের শুভ দে বলেন, মশার ওষুধ বৃষ্টির মধ্যে ছিটানো যাবে না। এ ছাড়া ১৫ কিলোমিটার বেগে যখন বাতাস প্রবাহিত হয় তখনো মশার ওষুধ ছিটানো থেকে বিরত থাকতে হবে। আর বায়ার করপোরেশনের ওষুধ মশা নিধনে কার্যকর।
মশার ওষুধ পরীক্ষার সময়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো: নুরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-এটি