বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভারত সরকারের ‘কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা’ বাতিল অবৈধ: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি সরকার কর্তৃক কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিলের বিষয়টিকে ‘অবৈধ ও একতরফা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

ইসলামি সহযোগিতা সংস্থা মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় কাশ্মির বিষয়ে স্থায়ী প্রতিনিধি দেশগুলোর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওআইসির সহকারী সেক্রেটারি জেনারেল সমীর বকর দিয়াবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি ছাড়াও তুরস্ক, সৌদি আরব, আজারবাইজান এবং নাইজারের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করতে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন (আইপিএইচআরসি) ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সেখানে ঢুকতে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান তারা।

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির পর পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল- উসাইমিন বলেন, জম্মু-কাশ্মীরের জনগণের আইনসম্মত অধিকার সুরক্ষা, বিশেষত জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার বিষয়ে ওআইসির পূর্ণ সমর্থন রয়েছে।

তারা আরো বলেন, ১৯৪৭ সাল থেকে জম্মু ও কাশ্মির তার আইন প্রয়োগের জন্য বিশেষ বিধান ভোগ করেছিল। বিধানটি তার নাগরিকত্ব আইনকেও সুরক্ষিত করেছিল, যা বাইরের লোকদের এ অঞ্চলে বসতি স্থাপন এবং তাদের নিজস্ব জমি ধ্বংস করতে বাদা দিয়ে আসছিলো। কিন্তু ১৯৮৮ আবারো যুদ্ধ হয়ে দেশটির ইতিহাস পাল্টে যায়।

বিবৃতিতে সংস্থাটি  ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ এর নিন্দা জানিয়েছে।

https://twitter.com/OIC_OCI/status/1158793049352413184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1158793049352413184&ref_url=http%3A%2F%2Ftheinquilaab.com%2F%25e0%25a4%25a7%25e0%25a4%25be%25e0%25a4%25b0%25e0%25a4%25be-370-%25e0%25a4%25b9%25e0%25a4%259f%25e0%25a4%25be%25e0%25a4%25a8%25e0%25a5%2587-%25e0%25a4%25aa%25e0%25a4%25b0-%25e0%25a4%25ae%25e0%25a5%2581%25e0%25a4%25b8%25e0%25a5%258d%25e0%25a4%25b2%25e0%25a4%25bf%25e0%25a4%25ae-%25e0%25a4%25a6%25e0%25a5%2587%25e0%25a4%25b6%2F

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ