বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বত্রিশ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যতই সময় গড়াচ্ছে, ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

আজ বুধবার সেই সংখ্যা বত্রিশ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এসব তথ্য নিশ্চিত করেছে।

কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৩২ হাজার ৩৪০ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ২৩ হাজার ৬১০ জন ছাড়পত্র পেলেও ৮ হাজার ৭০৭ জন এখন চিকিৎসাধীন আছেন।

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৮ জন। এরমধ্যে ঢাকায় এক হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে এক হাজার ১৫৩ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ৩৮টি সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন ভর্তি আছেন ৫ হাজার ৩৮৯ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৩১৮ জন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ