সুফিয়ান ফারাবী ♦
বিশেষ প্রতিবেদক
দেশে চলমান সমস্যার একটি ডেঙ্গু। রাজধানী সহ সারাদেশে ছড়িয়ে পড়েছে এডিস মশার ভাইরাস। এরইমধ্যে জটিল এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন অনেকে। আবার কেউ কেউ কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। অসহায় হয়ে পার করছেন দিনরাত। রোগীর সংখ্যাও বাড়ছে সময়ের সাথে সাথে। পর্যাপ্ত জায়গার সংকট দেখা দিয়েছে বেশকিছু হাসপাতালে।
জাতীয় এই দুর্যোগ সমাধানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রখ্যাত দুই আলেম- মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা মামুনুল হক। দেশবাসীকে তওবার আহ্বান জানিয়েছেন তাঁরা।
পাশাপাশি জনসচেতনতা তৈরিতে নবীন-প্রবিন আলেম, খুতাবায়ে মাসাজিদ ও আইম্মায়ে মাসাজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেছেন।
আওয়ার ইসলামের সঙ্গে এসব কথা বলেন মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক।
তারা আরও বলেন, দেশের মানুষের মনে ভয় কাজ করছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। বর্তমানে ভাইরাসটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। জাতীয় এই দুর্যোগ থেকে মুক্তি পেতে দেশের সর্বস্তরের মানুষের তওবা করা প্রয়োজন। অসুস্থদের রোগমুক্তি ও জটিল ভাইরাসটি নির্মুলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি- আল্লাহ আমাদের থেকে সকল মুসিবত দূর করুন।
আমাদের উচিৎ ঘরের আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশ ও কর্মসংস্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সকল প্রকার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য কামনা করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জনপদকে রক্ষা করবেন। বিপদআপদ থেকে হেফাজত করবেন।
উল্লেখ্য, কওমি ফোরামের এ দুই সমন্বয়ক বর্তমানে পবিত্র হজ পালনে মক্কায় অবস্থান করছেন। গত ৩ আগষ্ট সৌদির উদ্দেশ্যে দেশত্যাগ করেন তারা।
-এটি