আওয়ার ইসলাম: কুতুবদিয়ার ঠেঙ্গারচরে বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯ নামে ওই জাহাজ দু’টি থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী জাহাজ দুর্জয়, সুরভী, শৈবাল ও সোয়াডস।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম এর উপ-পরিচালক মুহা. সেলিম বলেন, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল।
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।
এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।
-এএ