আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভের সময়ে গুলিতে আহত হয়েছেন আরও ছয় ব্যক্তি।
শ্রীনগরের পুরনো শহরে এ ঘটনা ঘটেছে বলে বুধবার এক পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির খবর এমন তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের তাড়া খেয়ে এক তরুণ ঝিলুম নদীতে ঝাঁপ দিলে সে মারা যায়।
এদিকে বিক্ষোভের সময়ে গুলিতে আহত হলে ছয় ব্যক্তিকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে জানানো হয়।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করেছে বিজেপি সরকার।
জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।
এ বিল পাশের পর পুরো কাশ্মিরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কারফিউ উপেক্ষা করে শ্রীনগরে থেমে থেমে বিক্ষোভ চলছে।
আরএম/