বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মিরে কুরবানিতে মুসলিমদের হালাল করতে চাচ্ছেন, প্রশ্ন ওয়াইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম


জম্মু ও কাশ্মিরে থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, আসন্ন ঈদের সময়ে ছাগলের পরিবর্তে কাশ্মিরিরা কি হালাল হবে? মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মির পুনর্গঠন বিল নিয়ে আলোচনা করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এর আগেই আপনাদের এ বিল পাস করার সময় হলো। আপনারা তো মনে হচ্ছে কুরবানিতে মুসলিমদের হালাল করার পন্থা আবিস্কার করছেন। আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, তারা এমন করতেই এ বিল পাস করেছে। আমি এই বিলের বিরোধিতা করছি।

অবশ্যই বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি রাখছে। আর তারা তাদের প্রতিশ্রুতি রাখতে গিযে সাংবিধানকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে। তিনি একটি প্রতিশ্রুতি পূরণের জন্য কাশ্মিরের সংবিধানের প্রতি করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করেছে বিজেপি সরকার।

জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

এ বিল পাশের পর পুরো কাশ্মিরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কারফিউ উপেক্ষা করে শ্রীনগরে থেমে থেমে বিক্ষোভ চলছে।

https://twitter.com/TimesNow/status/1158703054247514113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1158703054247514113&ref_url=http%3A%2F%2Ftheinquilaab.com%2Fvideo-%25e0%25a4%2593%25e0%25a4%25b5%25e0%25a5%2588%25e0%25a4%25b8%25e0%25a5%2580-%25e0%25a4%25a8%25e0%25a5%2587-%25e0%25a4%25aa%25e0%25a5%2582%25e0%25a4%259b%25e0%25a4%25be-%25e0%25a4%25ac%25e0%25a4%2595%25e0%25a4%25b0%25e0%25a5%2580%25e0%25a4%25a6-%25e0%25a4%25aa%25e0%25a4%25b0-%25e0%25a4%2595%25e0%25a5%258d%2F

সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ