বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আজাদ কাশ্মিরের দাবিতে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরকে ‘বিশেষ মর্যাদা’ দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারতের মোদি সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। অনতিবিলম্বে কাশ্মীরের উপর ভারতের সকল হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং স্বাধীন রাষ্ট্রের অধিকার দিতে হবে।

গতকাল মঙ্গলবার কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং ভারতীয় আগ্রাসন বন্ধের দাবীতে ছাত্র মজলিস সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল এসব কথা বলেন।

ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পশ্চিম জেলা সভাপতি জাকির হোসেন সাঈদ, সাবেক সভাপতি আহমদ মাহফুজ আদনান, সৈয়দ আদনান জাবির, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি বশির উদ্দিন, শাবিপ্রবির সেক্রেটারি জাকারিয়া হোসেন জাকির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রব, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মান, পূর্ব জেলার বায়তুলমাল ও অফিস সম্পাদক এনামুল ইসলাম, সৈয়দ সানাউল হক, নাজমুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, রায়হান হোসেন, আমিরুল ইসলাম আমিন, সাদিকুর রাহমান, মুহিবুর রহমান রায়হান প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ