বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মিরের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান ইসলামী ঐক্য আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ভারত সরকার দীর্ঘ ৬৯ বছরের ঐতিহ্য ক্ষুন্ন করে মুসলিম অধ্যুষিত কাশ্মিরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে বিদ্যমান স্বায়ত্তশাসনটুকুও কেড়ে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মানবাধিকারের লঙ্ঘন।

তারা বলেন, ইসরায়েল একদিন ফিলিস্তিনি-অধ্যুষিত অঞ্চলে যা করেছে অথবা চীন তিব্বতে যা করেছে, ঠিক সেই একই ধরনের পদক্ষেপ নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতের হিন্দুত্ব মৌলবাদী বিজেপি সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে কাশ্মীরের স্বাধীনতার দাবি জানাচ্ছি।

নেতাকর্মীরা আরও বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে আসছে, এসবের শেষ চাই। আমরা চাই আজাদ কাশ্মীর। চাই কাশ্মীরী জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। আসুন আমরা কাশ্মীরের স্বাধীনতার দাবিতে এক হয়ে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলি এবং ভারত সরকারের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

মহানগরীর আমির মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোস্তফা তারেকেুল হাসান, ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এফ এম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মুহা. আজমল হোসেন, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান প্রমূখ।

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ