আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ২টার দিকে চারতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল।
জানা যায়, জনাকীর্ণ এ এলাকাটি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। একটি ইলেকট্রিক বক্স থেকে যখন ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক যে সময়ে আগুন লাগে সে সময়ে ওই বিল্ডিংয়ে প্রতিটি পরিবারের সদস্যরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকেই বাঁচার জন্য বিল্ডিং থেকে ঝাঁপও মেরেছেন।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভাতে দমকলের ১১টি ইঞ্জিন কাজ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ জনকে।
এছাড়াও আগুনে ৭টি গাড়ি এবং ৮টি বাইক পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ইলেকট্রিক বক্স থেকেই আগুন লাগে।
-এএ