আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজনৈতিক মহলের বর্তমান আলোচিত ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ বলেছেন, কাশ্মীর সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ইমরান খানকে বোকা বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কোনো ধারণা করতে পারেননি।
টুইটা বার্তায় তিনি বলেন, সেখানে কী ঘটতে যাচ্ছে, তা আপনি (ইমরান খান) কল্পনাও করতে পারেননি। ভারত সরকার যেখানে যা করছে, তাদের প্রস্তুতি নিয়ে আপনি বিস্মৃতিপ্রবণ ছিলেন।
গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে গেলে সেখানে কাশ্মীর সংকট নিরসনে ট্রাম্পকে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। মরিয়ম বলেন, দুই পক্ষ থেকে কী প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল, পাকিস্তানের জনগণের কাছে তা অবশ্যই আপনাকে বলতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রকে ইমরান খান কী প্রতিশ্রুতি দিয়েছেন তাও জনগণের কাছে প্রকাশ করতে হবে বলে দাবি করেন মরিয়ম।
তিনি বলেন, ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব কি একটি ফাঁদ ছিল, যেটিতে আপনি পড়েছেন এবং আত্মতৃপ্তিতে ভুগছেন? কিংবা শত্রুরা কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সে সম্পর্কে আপনার কাছে কোনো ক্লু ছিল না।
আরএম/