বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মির ইস্যুতে যা বললো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মির রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার যে বিল সরকার উপস্থাপন করেছে, তাতে উত্তাল সারা ভারতবর্ষ ও পাকিস্তানসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ।

কাশ্মীরীদের বিশেষ ক্ষমতা রদ করায় প্রায় সকল ধরণের সুবিধা থেকেই বঞ্চিত হতে চলেছে জম্মু-কাশ্মীর।

জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার জন্য একটি বিলও পাশ হয়েছে ভারতীয় লোকসভায়। তবে শুরু থেকে চুপ থাকলেও প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানাল চীন। তাদের বক্তব্য, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

সোমবারই জম্মু-কাশ্মীর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পর্যবেক্ষকরা ভেবেছিলেন, পাকিস্তানের বন্ধু চিনও প্রতিক্রিয়া জানাবে শীঘ্র। কারণ চিন সীমান্তে আকসাই চিন অঞ্চলটি নিয়ে বিতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার দু’দফায় প্রতিক্রিয়া জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। প্রথমে বলা হয়েছে, ভারত আমাদের এলাকা দখল করে আছে। আমাদের অবস্থান কখনও পরিবর্তিত হয়নি। পরে বলা হয়েছে, গত কয়েকদিনে ভারত চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে গুরুত্ব দিচ্ছে না।

তারা একতরফা দেশের আইন বদলে ফেলছে। এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। এতে কারও উপকার হবে না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ