আওয়ার ইসলাম: কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল এবং দুই কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করার পর বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিমরা। বাদ যায়নি কাশ্মিরী কন্যা ও সম্প্রতি বলিউড দুনিয়া থেকে ফিরে আসা জায়রা ওয়াসিম।
গতকাল সোমবার সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর এক টুইটে জায়রা লিখেছেন, ‘এ-ও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখেন ‘কাশ্মীর’।
প্রসঙ্গত, জায়রা ওয়াসিম বলিউডের একজন উঠতি তারকা ছিলেন। তার ধর্ম ইসলামের সাথে ফিল্মি দুনিয়া সাংঘর্ষিক হওয়ায় সম্প্রতি বলিউড ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় জায়রা। সে কাশ্মিরের বাসিন্দা।
https://twitter.com/ZairaWasimmm/status/1158090971248115712
জায়রা ওয়াসিমের এ টুইটকে কেন্দ্র ভারত ও পাকিস্তানের সিনেমা পাড়ায়ও বেশ বিতর্ক শুরু হয়েছে। জায়রার ফলোয়ার অনেকেই কাশ্মিরকে সমর্থন করেছেন এবং ভারতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। আবার কেউ কেউ তার টুইটকে কাশ্মিরিদের স্বপ্ন বলেও ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।
এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএম/