বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঈদের ছুটিতে ডেঙ্গু মোকাবেলায় সরকারের গুচ্ছ পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি। ঈদের ছুটিতে রাজধানী থেকে গ্রামমুখী মানুষের স্রোতের সাথে ডেঙ্গুও আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঈদের ছুটিতে ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় এসব পরিকলপনা চূড়ান্ত করা হয়। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজে নতুন ৫০ টি আইসিইউ বেড সংযোজন করা।

ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন তাদের করণীয়গুলো বিটিআরসির মাধ্যমে সাধারণ জনগনের কাছে এসএমএসের মাধ্যমে ছড়িয়ে দেয়া।

ঈদের ছুটিতে সকল সরকারি-বেসরকারি হাসপাতালের ‘হেল্প ডেস্ক’ খোলা রাখা। জেলা ও উপজেলা পর্যায়ের ডেঙ্গু রোগীকে স্থানীয়ভাবে ‘ন্যাশনাল গাইড লাইন’ অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা।

ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিকের সার্বক্ষণিক সেবা চালু রাখার নিমিত্তে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করা।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইস বিভাগের পরিচালক ডা. সমীর কান্তি সরকার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ