বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

'৩৭০ সরান, সন্ত্রাসবাদ নির্মূল করুন', তরুণ মোদির ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

আর এই ঘোষণার পরেই নাটকীয় ভাবে একটি ট্যুইট করতে দেখা যায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে। ৩৭০ ধারা রদ প্রসঙ্গে তিনি টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন: " প্রতিশ্রুতি পূরণ হয়েছে "।

পুরনো এই ছবিতে দেখা যাচ্ছে, তরুণ নরেন্দ্র মোদিকে একটি মঞ্চে আধশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে বিশ্রাম করছেন এবং পটভূমিতে, একটি ব্যানার রয়েছে; যার একটি অংশে লেখা আছে, "৩৭০ সরান, সন্ত্রাসবাদ নির্মূল করুন ..."।

এর আগে, বিজেপি নেতা রাম মাধব, আজকের (সোমবার) দিনটিকে "গৌরবময় দিন" বলে ট্যুইট করেছিলেন। ওই ট্যুইটে তিনি আরও লেখেন যে "আমাদের চোখের সামনেই সমগ্র জাতির সাত দশকের পুরনো দাবি বাস্তবায়িত হয়েছে"।

"এ এক গৌরবময় দিন। অবশেষে ডঃ শ্যাম প্রসাদ মুখার্জি সহ হাজার হাজার শহিদের বলিদান সার্থক হয়েছে। শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরকে সংহত করা গেছে। গোটা জাতির সাত দশকের পুরানো দাবিকে আমাদের চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে ; আমাদের জীবনে আমরা কখনো কল্পনা করেছি? " লেখেন রাম মাধব।

https://twitter.com/rammadhavbjp/status/1158297853271220224

https://twitter.com/rammadhavbjp/status/1158255118124343297

এর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ