বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সময়ক্ষেপণ না করে দ্রুত মশার ওষুধ আনুন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) ডেঙ্গু মোকাবিলায় মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ না করে দ্রুত আমদানি করতে দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, কার্যকর ওষুধের জন্য দুই সিটি করপোরেশন চেষ্টা করছে। তবে এখন ডেঙ্গুর ভয়ংকর বিস্তার ঘটেছে। তাই অত বেশি পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আশু যা যা করণীয়, আপনাদের তা করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

গতকাল রোববার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মী ডেঙ্গুবিরোধী অভিযানে মাঠে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না ভয়ংকর এডিস মশা নিয়ন্ত্রণে না আসবে, যতদিন পর্যন্ত আমরা প্রাণঘাতী ডেঙ্গু জ্বর থেকে মানুষকে রক্ষা করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হব। সেজন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি আশা করছি, নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমে আসবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ