বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে ৪১ জনকে হত্যা করেছে খলিফা হাফতারের সামরিক বাহিনী। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে গতকাল রোববার (৪ আগস্ট) হাফতারের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছে।

গতকাল রোববার (৪ আগস্ট) মুরযুক শহরে এবং তেবু ট্রাইব অঞ্চলে হওয়া হামলার পরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আহরার'এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাংসদ রেহমা আদেম বলেন, হাফতারের সামরিক বাহিনীর হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী ২০ জন নিহত হয়েছে।

মুরজুক শহরের কাউন্সিলর মোহাম্মদ ওমর বলেন, একটি বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ৪১ জন নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দেওয়া পরি সংখ্যান অনুযায়ী হাফতার বাহিনী ও জাতিসংঘ সমর্থিত সরকারের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত ১০০০ মানুষ নিহত হয়েছে এবং আরও ৫৫০০ মানুষ আহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ