বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে দেয়া হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজট এড়াতে মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আজহা উদযাপনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই হাট যেন বসানো না হয় সে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ইতোমধ্যে বসানো হাটের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না জানিয়ে কাদের বলেন, পশু বহনকারী যানবাহন ধীর গতিতে চলে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যার সৃষ্টি হয়। তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছি।

বাস টার্মিনালগুলোতে নজরদারি টিম সক্রিয় থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ