আওয়ার ইসলাম: মশার নতুন ওষুধ ঢাকায় চলে এসেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার (০৫ আগস্ট) নগর ভবনে মেয়র সেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নতুন ওষুধ চলে এসেছে, এখন বিমানবন্দরে রয়েছে। সেই ওষুধ আনার পর আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সবার সামনে পরীক্ষা করা হবে। সকল সংস্থার প্রতিনিধিদের সামনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে জানান মেয়র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন মশার উৎস ধ্বংস করার উপর বেশি জোর দিতে হবে। সেজন্য আসন্ন ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের অন্তত একজন সদস্য রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র।
তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা বাসায় গেলে যেন সহযোগিতা পায়, তারা যাতে পরিস্কার করে দিয়ে আসতে পারে সেজন্য একজন করে সদস্য রেখে যাবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা, উপপ্রতিনিধি ডা. এডউইন সালভেদর, কমিউনিকেবল ডিজেস অ্যান্ড সারর্ভাইবেল মেডিকেল অফিসার ডা, মায়া সাপল নগোন, টেকনিক্যাল অফিসার ডা. ভূপেনন্দার নাগপাল এবং ডা. সাবেরা সুলতানা।
-এটি