বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংসদে কাশ্মীরের বিশেষ আইন ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার (৫ আগস্ট) ভারতের সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দেন অমিত। খবর আনন্দবাজার-এর।

খবরে বলা হয়, অমিতের প্রস্তাবের সঙ্গে সঙ্গেই বিরোধী দলীয় নেতারা তুমুল হই হট্টগোল জুড়ে দেন। কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় সংসদে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছিলো, ক্ষমতায় গেলে ৩৭০ ও ৩৫এ ধারা দুটি বাতিল করবে তারা। কারণ, এই ধারা দুটি সংবিধানের পরিপন্থী৷ কাশ্মীরে এতোকিছু হওয়ার পেছনে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পথে যাবে মোদী সরকার? না কি ৩৫এ বাতিল করা হবে?

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদু্ল্লা রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে তাদের শঙ্কার কথা জানান। পরে ওমর জানান, রাজ্যপাল তাকে বলেছেন, ৩৭০ কিংবা ৩৫এ ধারা বাতিলের কোনও প্রস্তাব তার কাছে নেই৷

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যপালের কথায় পুরোপুরি আশ্বস্ত হওয়া যাচ্ছে না৷ তাই কেন্দ্রীয় সরকারকে সংসদে বলতে হবে, তারা কাশ্মীর নিয়ে কী চাইছে?
রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও বলেছেন, মনে হচ্ছে, বড় কিছু করার পরিকল্পনা রয়েছে৷

উল্লেখ্য, কে জম্মু–কাশ্মীরের স্থায়ী বাসিন্দা এবং কে নয় তা নির্ধারণ করে ৩৫–এ ধারা। সম্পত্তি তৈরির বিশেষ অধিকার এবং সুবিধা পাওয়া যায় এই ধারার ফলে। আর জম্মু–কাশ্মীরকে স্বশাসিত রাষ্ট্রের মর্যাদা দেয় সংবিধানের ৩৭০ ধারা।

বিস্তারিত আসছে...


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ