আবদুল্লাহ তামিম ♦
জমিয়তে ওলামায়ে হিন্দের প্রেসিডেন্ট আল্লামা আরশাদ মাদানি জম্মু কাশ্মিরের জনসাধারণের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, কাশ্মির আমাদের, সেখানে বাস করে আমাদেরেই আত্মীয়-স্বজন। তাদের জীবনের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাদের যেনো কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার।
কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের তালকাটোরা স্টেডিয়ামে জমিয়তে হিন্দের এক জরুরি মিটিংয়ে তিনি এ কথা বলেন।
সোমবারের এ বৈঠকে মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেন, জম্মু কাশ্মিরে উলামায়ে হিন্দ শতবর্ষ উদযাপন করার ঘোষণা দিয়েছে। আমরা এটা উদযাপন করবো। তবে আমরা খুবই উদ্বিগ্ন আমাদের দেশের সমৃদ্ধি ও উন্নয়নের পথ রোধ করতে পারে এ পরিস্থিতি।
তিনি বলেন, আমরা আজ আমাদের লোকদেরই রক্ত ঝরাচ্ছি। আমরা আমাদের জন্মভূমিতেই আমাদের লোকদের নিরাপত্বার বিগ্ন ঘটাচ্ছি। আজ আমাদের বলতে দ্বিধা নেই যে, আমারা জোড় করে বিরোধিতার মুখোমুখি হয়েছি। যুদ্ধের বিদ্ধেষের মুখোমুখি হচ্ছি।
তিনি আরো বলেন, ভারতে হিন্দু-মুসলিমদের ভিত্তি খুব শক্তিশালী। আমরা আমাদের মুসলিম ভাইদের প্রতি শান্তিপূর্ণ অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সরকারকে অনুুরোধ করবো, যেনো কাশ্মিরের ভাই মা বোনদের জান মালের নিরাপত্তা দেয়া হয়।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।
এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাসিরাত অনলাইন
আরএম/