বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হঠাৎ দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডন থেকে অর্ধ মাসের জন্য দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি।

শনিবার (৩ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি খালেদা জিয়ার রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় যান। সেখানেই তিনি অবস্থান করবেন বলে জানা গেছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এবার দেশেই কুরবানির ঈদ করবেন সিথি। এই সময়ে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নেবেন। পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন।

হঠাৎ খালেদা জিয়ার পুত্রবধূ সিথির দেশে ফিরে আসার খবরে অনেকে ধারণা করছেন তিনি দলীয় কর্মসূচীতে অংশ নিতে দেশে এসেছেন। বিশেষ করে, ঈদের পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে সরব ভূমিকা পালন করবেন।

তবে বিএনপির একাধিক সূত্র বলছে,  শর্মিলা রহমান সিথি দুই সপ্তাহ দেশে থাকবেন। এ সময়ে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা দলের গুরুত্বপূর্ণ কোনো নেতার সঙ্গে দেখা করবেন না।

২০১৫ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। কোকো মারা যাওয়ার পর স্ত্রী শর্মিলা রহমান দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ