আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর সঙ্গে সরকারি খরচে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জন হজে যাচ্ছেন। রোববার (৪ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে সৌদির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এরই মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ হজ গমনকারী প্রতিনিধি দলের সদস্যরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করেছেন। আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।
ওলামা মাশায়েখদের বিশেষ এ দলে দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ-এর একাধিক সদস্য ও তাদের ছেলেরা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রসঙ্গত, হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৮ ওলামা মাশায়েখকে সৌদি পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজে পাঠানো হচ্ছে। আগামী ২৩ আগস্ট ওলামা মাশায়েখদেরেএ দলটি দেশে ফিরে আসবেন।
আরএম/