রকিব মুহাম্মদ: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশালাকৃতির একটি ছবি জড়িয়ে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন এক সৌদি নারী। মুনিরা আবদুল্লাহ নামে ওই নারীকে বিশ্ব গণমাধ্যমে সৌদি নারীদের আইকন বলে পরিচিত করানো হচ্ছে।
বর্তমানে টুইটারে আপলোড করা ছবিতে সবার আলোচনার কেন্দ্রবিন্দু মুনিরা। শুধু যোগাযোগ মাধ্যমই নয়, ছবিটি জায়গা পায় সৌদির সবচেয়ে জনপ্রিয় দৈনিক আরব নিউজের প্রচ্ছদে সবার ওপরে। এছাড়াও দেশ-বিদেশের অনেক গণমাধ্যম ফলাও করে ছাপিয়েছে মুনিরার এই ছবি।
আল আরাবিয়ার তথ্য মতে, ভাইরাল হওয়া ছবিটি অনেক আগেই তুলেছেন মুনিরা। কিন্ত সম্প্রতি নারী ক্ষমতায়নের লক্ষ্যে সৌদি যুবরাজের নানামুখী উদ্যোগের পর এই ছবিটি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
ছবিটি তোলার কোনো ইচ্ছা আগে ছিল না জানিয়ে আল আরাবিয়া ডটকমকে মুনিরা জানান, একদিন সকালে জীবনে প্রথমবারের মতো সিনেমা দেখতে আল কাসার মলে যান তিনি। যাবার পথে শিল্পীর তুলিতে আঁকা সালমানের বিশালাকৃতির ছবিটি নজরে পড়তেই জড়িয়ে ধরেন তিনি। এসময় তার সঙ্গে থাকা বোন এই মুহুর্তকে ক্যামেরাবন্দি করে।
সালমানের প্রতি অসীম কৃতজ্ঞতা আর শ্রদ্ধাই তাকে এভাবে ছবিটি জড়িয়ে ধরতে বাধ্য করেছে বলে আবেগাপ্লুত হয়ে জানান ৩০ বছর বয়সী মুনিরা। সৌদি আরবের শহর তাইফের মেয়ে মুনিরা পেশায় একজন প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ।
সূত্র: আল আরাবিয়া ডটনেট
আরএম/