বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সুদানে সাংবিধানিক ঘোষণায় একমত সেনা-বিরোধীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে ক্ষমতা ভাগাভাগির সাংবিধানিক চুক্তিতে একমত হয়েছে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও প্রধান বিরোধী জোট।

আগামী তিন বছরের জন্য এ চুক্তি দু'পক্ষই মেনে নিয়েছে বলে ঘোষণা দিয়েছেন আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতাকারী মোহামেদ হাসান লেবাত।

লেবাতের এ ঘোষণার পরপরই রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে উল্লাসে মেতে উঠে আন্দোলনকারীরা। এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা জানায়, রোববার এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা কমাতে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় ক্ষমতাসীন সেনা কাউন্সিল ও বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়।

জুলাইয়ে দু'পক্ষ পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হয়। তারই অংশ হিসেবে শুরু হয় সাংবিধানিক ঘোষণা নিয়ে আলোচনা। ক্ষমতা ভাগাভাগির চুক্তি অনুযায়ী আগামী তিন বছর ৬ বেসামরিক নাগরিক ও ৫ জেনারেলের সমন্বয়ে একটি শাসন পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ