আওয়ার ইসলাম: ভারতের কানপুরে বিজ্ঞান একাডেমি আয়োজিত শহরের শীর্ষস্থানীয় আলেম ও মুফতিদের নিয়ে এক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার রেজভি রোডের জমিয়ত বিল্ডিংয়ে অল ইন্ডিয়া ইসলামিক একাডেমির সভাপতি মাওলানা মুহাম্মদ মতিন ওসামা কাসামির নেতৃত্বে বৈঠটি হয়।
সভায় কুরআন-সুন্নাহর আলোকে বর্তমান সময়ের বেশ কয়েকটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ‘কুরবানির পশুর চামড়ার মূল্য কম’ ছিল এ বৈঠকের প্রতিবাদ্য।
সমাধান করা বিষয়গুলোর মধ্যে প্রথমে বলা হয়- ইসলামি শরিয়তে কোন বৈধ সম্পত্তি নষ্ট করা জায়েজ নেই। সুতরাং, কুরবানির চামড়া কেবলমাত্র কম মূল্যের কারণে নষ্ট করার অনুমতি নেই শরিয়তে। এমনকি এটি কার্যকর ব্যবহারযোগ্য করতে সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার। যদি চামড়ার দামের চেয়ে ব্যয় বেশি হয় তবে এটির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। দাম বাড়লেই বেচা উচিত।
দ্বিতীয় আরেকটি বিষয় হলো- কোনও ব্যক্তিকে অভিনন্দন জানাতে হাতে তালি দেওয়াও ইসলাম সমর্থন করে না। পাশাপাশি কোনও বৈধ কর্মসূচিতে আনন্দ ও খুশি প্রকাশ করার জন্যও তালি দেয়া যাবে না। ধর্মীয় অনুষ্ঠানগুলিতে হাততালি না দিয়ে ‘সুবহান আল্লাহ’ ও ‘মাশাআল্লাহ’ ইত্যাদি ইসলামি স্লোগান দিয়ে উৎসাহিত করতে হবে।
একাডেমির এ সভায় মাওলানা মুহাম্মদ মতিন ওসামা কাসমিসহ উপস্থিত ছিলেন, মাওলানা খলিল আহমেদ মাজহারী, সাধারণ সম্পাদক মুফতি ইকবাল আহমদ কাসেমি, সেক্রেটারি মুফতি আবদুর রশিদ কাসিমি, মুফতি আসাদউদ্দিন কাসিমি, মাওলানা আনিস খান, মাওলানা আমানুল্লাহ কাসিমি, মুফতি নুর কসেমি, মুফতি মুহাম্মদ দীন মুহাম্মদ কাসেমি, মুফতি আজিজুর রহমান কাসেমি, মাওলানা হাফিজ উর রহমান কাসেমি, মুফতি হুসাইন কাসেমি, মুফতি আজহার মুকাররম কাসেমি প্রমুখ।
বাসিরাত অনলাইন থেকে আব্দুল্লাহ তামিমের অনুবাদ
আরএম/