আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর ঘিরে নতুন করে শুরু হওয়া পাক-ভারত উত্তেজনায় আঞ্চলিক সঙ্কট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার এটাই উপযুক্ত সময়।
আজ রোববার এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বিতর্কিত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবৈধ ক্লাস্টার বোমা ব্যবহার করে দুই সামরিককে হত্যা ও আরো ১১ জনকে আহত করেছে বলে অভিযোগ করেছেন ইমরান। হতাহতের এ ঘটনার একদিন পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা কামনা করলেন। তবে ভারত এ ধরনে বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
পাক-ভারত সীমান্তের ডি ফ্যাক্টো এলাকায় ব্যাপক সেনা উপস্থিতির কথা উল্লেখ করে ইমরান খান টুইটারে দেয়া এক বার্তায় বলেন, কাশ্মীরে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সীমান্ত রেখার কাছে ভারতীয় দখলদার বাহিনীর নতুন আগ্রাসন ও সেখানে পরিস্থিতির অবনতি ঘটায় এখনই তার মধ্যস্থতা করার উপযুক্ত সময়।
ইমরান খান বলেছেন, ‘এই পরিস্থিতিতে আঞ্চলিক সঙ্কট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।’ বিতর্কিত কাশ্মীরকে প্রতিবেশি এ দুই দেশ নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ভারত নিয়ন্ত্রিত এই কাশ্মীরের বাসিন্দাদের অধিকাংশ পাকিস্তানি মুসলিম। সূত্র: রয়টার্স।
-এটি