আওয়ার ইসলাম: আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে শেষবারের মতো শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিরা।
শনিবার (০৩ আগস্ট) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এবারের আলোচনাকে দু’পক্ষের সমঝোতার ‘অতি গুরুত্বপূর্ণ’ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে।
আলোচনায় অংশ নেওয়া জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আট ধাপের এ বৈঠকের মধ্য দিয়ে ১৩ আগস্টের আগেই একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে। এতে করে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করা হবে বলেও আশাবাদ তাদের।
আলোচনায় অংশ নিতে শুক্রবার (০২ আগস্ট) রাতে দোহায় পৌঁছান আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ। ২০১৮ সাল থেকে তালেবান প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের নেতৃত্বে তিনিই ছিলেন।
আরেএম/